ফাটল ধরা রংচটা দেয়ালের শেষ প্রান্তে
বিধ্বস্ত নগরীর বিলীন পথের সীমান্তে দাঁড়িয়ে,
পাতাবিহীন বৃক্ষের মতো নির্বাক দেখেছি তাকিয়ে
জীবনের একান্ত বলিরেখায়,
তপ্ত মরুর উষ্ণতা নিয়ে।
বাতসের বুকে বেদনার কণ্ঠস্বর ভাসিয়ে,
হারিয়েছে চেনা অস্তিত্ব আমিত্বের গভীর অন্তরালে
আগত দিনের রূপহীন রূপান্তরিত পরিক্রমা শেষে।
মরণ, সেতো অনিবার্য,
তবুও প্রতিক্ষণ বেঁচে থাকার অবিরাম যুদ্ধ মঞ্চে,
একান্ত একাকী হয়ে নীহারিকার নিকুঞ্জে
বিশুদ্ধ অভিজ্ঞতায় পদচারণা,
চিরন্তন সত্য জেনে মৃত্যুকে
হাতের মুঠোয় বন্দী করার প্রয়াসে এই যে ছুটে চলা।
বৈচিত্র ইতিহাসের নিশ্চুপ সাক্ষী হয়ে
নিস্তব্ধ সমাধির বুকে খুঁজেছি
শ্রান্ত এই নিগৃহিত অস্তিত্ব।
অনাহুত আগন্তুক শিহরে দাঁড়িয়ে
হাতে নিয়ে বিগত শত শতাব্দীর যোগফল
অগ্রাহ্য দৃষ্টিতে অন্তর্বাস ছিন্ন করার প্রয়াসে
অনুসন্ধিৎসু হস্ত বাড়ায়
জীবনের নীল কারাগার থেকে মুক্তি দিতে।
__________________
Tuesday 25 July 2017
মঙ্গলবার ১০ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®