সত্যি আমি একদিন সুখ শান্তি ঘেরা
এক জীবন নদীর পার থেকেই এসেছিলাম।
যদি তোমাদের বিশ্বাস না হয়,
তাহলে ঐ কষ্টে ভরা-
আমার অপ্রকাশিত উপন্যাসকে জিজ্ঞাসা করো।
তার শরীরের সব মাংস খুঁটে খুঁটে খাওয়া,
রুপালি পোকাদের জিজ্ঞাসা করো।
তার বুকের পাঁজরের ভাঁজে,
আরশোলার বাদামি ডিমগুলোকে জিজ্ঞাসা করো।
পাণ্ডুলিপির হৃদয়ের জমিনে,
উঁইয়ে কাটা নদীর স্রোতকে জিজ্ঞাসা করো।
আর সেই সব ঢেউকে জিজ্ঞাসা করো,
মোহনায় পৌঁছানোর আগেই যাদের মৃত্যু হয়।
___________________
রচনা: সোনালী সকাল ১০.৫৫ মিনিট
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ
২৭-এ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
৯-ই রাজাব ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®