নিভৃত কার্নিশে উঁকি দিয়ে যায় একাকী
আধো লুকানো চঞ্চলা শশী
হৃদয় জুড়ে ভালো লাগার অস্তিম প্রহরে,
আকুতি ভেজা গন্ধ মাখা মনের আঙ্গিনায়
নীল ছোঁয়া শাশ্বত আকাশের বুকে
অবান্তর অনুভূতিহীন প্রশ্নের সমাহার,
মেঘের ভাঁজ চিরে উড়ে আসে
অতিথি স্বপ্নরা, সময়ের ডানায় ভর করে
অস্থায়িত্ব আঁধারের সীমানায়,
ব্যাখ্যাহীন জীবনের অনুলিপির ভাঁজে
ঝাঁক ঝাঁক অক্ষরের চিৎকার
অনুভবহীন স্বরলিপির ক্লান্ত পাতায়,
নক্ষত্ররা হারায় অদৃশ্যের চোরাবালিতে
দ্রোহী ধীর নিঃশ্বাসে নিবিষ্ট সন্ধ্যায়
নিশ্চুপ জীবনের শেষ যামিনীর তীরে,
স্মৃতিরোমন্থন সময়ের নিহিত পদচারণায়
অনন্ত মৃত্তিকার পর্ণমোচী উৎসবে
উৎফুল্ল হয়ে উঠি ঐশ্বরিক প্রস্তাবনায়।
____________________
জন্ম সময়:রুপালি সকাল ১১.৩০ মিনিট
১৪ মার্চ বুধবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®