চলমান জীবন পথে  
প্রয়োজন আর পরিস্থিতি
কি অদ্ভুত দু'টো শব্দ
এদের প্রভাবে, এদের পদচারণায়,  
প্রতিনিয়ত জন্ম ও মৃত্যুর সাথে সন্ধি করে
দাঁড়াতে হয় নিজ আয়নার মুখোমুখি
বাকরুদ্ধ নয়নে।

আবার পূণর্জন্ম হয়,
অবিকল নতুন স্পষ্টত রূপে
সবটুকু শক্তি নিংড়ে
প্রতিলিপি হয় প্রতিবার ধুলিকণা থেকে
মিথ্যে জীবনের স্মৃতির বিলাপে,
শুধুই হাহাকার ভরা প্রত্যাশা নিয়ে
ঝাপসা নয়নে জনারণ্যের জনশূন্যতায়।

আত্মবিশ্বাসী মানুষের অবয়বী ডাকে
বুক ভিজিয়ে নামে বিষাদী নিশীথ আঁধার
সময়ের বিপরীত স্রোতে
যথারীতি ভুলের উপসংহারে
করেই চলে জীবনের সেরা আয়োজন
অবহেলার দেয়াল ভেঙ্গে প্রতিদিন
হেসে নির্বোধ রৌদ্রছায়ায়।  
______________________________
জন্ম সময়:এক দুপুরে ১২.০৫ মিনিট
০৯ মার্চ শুক্রবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®