আমি তোমায় পেয়েছি এক স্বপ্ন দেখার এক অপূর্ব লগ্নে
ঘুমন্ত এ হৃদয়ের প্রতিফলিত এক নিবিড় সত্তায়,
অদ্বিতীয় সংখ্যা গরিষ্ঠতায়...নিজের একান্ত আপন বাস্তবে,
আমি চেয়েছি তোমায় ছেলেমানুষির কল্পনার মোড়কে
অভিমানী আলাপনে, খিলখিল হাসির ঝর্ণায়,
অথবা!!!!
প্রেমরসে সিক্ত কোন প্রিয় মনোলোভা চলচ্চিত্রের দৃশ্যের ন্যায়,
রাত-জাগা সু-স্বপ্নের এক নিপুণ মন্ত্রণায়।
আর যেমন ইচ্ছে ভেবে নেয়া অন্তরের অন্তরালে-
ঐদেহের-মাধুর্য কামনায়-সুললিত রমনীয় জোৎস্নায়,
যখন তখন আদর করে বলে ফেলি-ভালোবাসি!
বলে যদি হারাই তারে, তার অঢেল সারল্যে-
অথবা,নির্বোধ কোন নিবেদনে,
ভালোবেসে পাশে থাকবার এক সাথে বেঁচে মরবার
তবুও বারেবারে বলি তোমায় খুব ভালবাসি...
তাই ভয় হয়-হারাবার ভয়,
বেদনার ভয়,বাস্তবতার ভয়।
---------------------------------------
রচনা'কাল: নীরব বিকেল ৩.৩০ মিনিট
১৬ এ মার্চ শনিবার ২০২৪ খ্রিস্টাব্দ
- এ- চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
৬ - এ রামাদ্বান ১৪৪৫ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®