যদি লিখতেই হয় তবে প্রবাসকে আজাব লিখবো,
ক্ষমার অযোগ্য পাপের দুরূহ শাস্তি লিখবো।  
লিখবো কি করে কেটেছে আমার এ প্রবাস জীবন,  
সুন্দর সময় অপচয়ের সব হিসেব লিখবো।
কখনোই কেউ বুঝেনি আমার এ একাকিত্বের কষ্ট,  
সেই প্রতিটি চেহেরার স্পষ্ট বর্ণনা লিখবো।
কাল সন্ধ্যা কেটেছে এক আনন্দ জোয়ারে ভেসে,
সেই অনিন্দ্য ভালো লাগার গল্প লিখবো।  
এখন আমি কারাবন্দী অনেক দায়িত্ব নিয়ে কাঁধে,  
কখনো অবসরে সমস্ত পাণ্ডুলিপি লিখবো।
_______________________
উপলদ্ধি গতকাল সন্ধ্যায় সবার আনন্দ দেখে
       ৪ জুলাই মঙ্গলবার ২০২৩ খ্রিস্টাব্দ
          মিরপুর ঢাকা থেকে প্রকাশিত  
          ©️ Copyright সংরক্ষিত ®