আবার ফেরা সেই নন্দিত নরকে- ইচ্ছের বিরুদ্ধে
জীবনের অনেক অনিন্দ প্রত্যাশাগুলো এখনো অধরা
আপনজন-স্বজনদের আকাশচুম্বী স্বপ্নগুলো-  
এখনো তিরস্কার করে আঙ্গুল দেখিয়ে,
জীবনের ধূষর বেলাভূমিতে অদ্ভুত এক মন খারাপ চুঁইয়ে নামে ধীরে,
হৃদয়ের পাতাগুলো হলুদ হয়ে ঝরে,অনির্বাণ ঝর্ণাধারায়।
চোখের জল সে শুকিয়েছে অনেক আগেই
তবে মাঝে মাঝে কিছু রেখা দেখা যায় একাকী শয়নে,
অবশেষে স্বপ্নের স্বপ্নিল ডিঙি ভাসিয়ে দিয়ে কল্পনার সাগরে,
আনন্দের পক্ষীকূলকে ফিরিয়ে এনে মনের উঠোনে,
আগামী দিনের গান গেয়ে যায় আনমনে।
শত সহস্র নির্ঘুম রজনীর অতৃপ্ত পশরা সাজানো লহরীগুলো,
হেসে হেসে বন্দী করে রাখি হৃদয়ের চিলেকোঠায়,
আবার হেঁটে চলা সেই অনিশ্চিত গন্তব্যে,
আবার বিফলের অর্ণবে ভাসিয়ে দেয়া জীবনের সুন্দর সময়,
আবার ফেরা সেই নন্দিত নরকে- ইচ্ছের বিরুদ্ধেই।
__________________
   রচনা নির্ঘুম সকাল ৮,২০ মিনিট
  ২৮ জুলাই শুক্রবার ২০২৩ খ্রিষ্টাব্দ
কাতারের রাজধানী দোহা এয়ারপোর্ট থেকে
     ©️ Copyright সংরক্ষিত ®