বহু দিনের নির্ঘুম আমার দু'চোখ
আজ প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন।
রাজ্যের সব ঘুম আজ ভর করেছে দু'চোখের পাতায়
ঢুলু'ঢুলু ঝিমানো পৃথিবী যেন এক মায়াবি নেশা।
দেহতে আজ এক অদ্ভুত অবসন্নতার পাহারা
কলমি লতার মত সে নেতিয়ে পড়েছে
সমস্ত দেহ মন জুড়ে চলেছে ঘুমিয়ে পড়ার আয়োজন
আজ যে করেই হোক ঘুমুতেই হবে।
বহুকাল থেকেছি'তো নির্ঘুম আর কতো।
যখন প্রচণ্ড ক্লান্তিতে দেহ যখন প্রতিবাদ করেছে
তখনও নির্ঘুম থেকেছি অবিরত।
ঠিক তোমার অহংকারের নৈবেদ্যের মতো
কতো শত ঘুমহীন রাত পার করেছি এভাবেই
ঢুলু'ঢুলু চোখে চেয়ে থেকেছি তবুও যাই'নি ঘুমোতে
যদি ঘুমিয়ে গেলে আর জেগে না উঠি
কি হবে তখন এই ভেবে শুধুই চেয়ে থেকেছি।
তবে আজ আমি ঘুমবোই!
যে করেই হোক আজ আমাকে ঘুমতেই হবে
যেমন করে ঘুমিয়ে গেছে তোমার হৃদয়ের ভালোবাসা
ঠিক যেমন করে ঘুমিয়ে গেছে অনুভূতি
আমিও চিরতরে ঘুমিয়ে দিবো তোমায় উপহার
হয়তো অশ্রু ভেজা চোখ, তপ্ত নিঃশ্বাস
অথবা চিরকালীন শান্তি।
____________________
রচনাকাল: বৃষ্টিভেজা সন্ধ্যা ৬.৩৫ মিনিট
১১-ই অক্টোবর সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৬-ই- আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
৫-ই রবিউল আউয়্যাল ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®️