আমি ফিরে আসবো আবার
তোমার মধুময় স্মৃতির আঙিনায়
দর্পনের আলিঙ্গনে,
সুনীল স্বপ্নের সাগর শিরোনামে
প্রত্যুষের উদাসী দিনের ব্যস্ততায়।

তোমার জন্য রেখে গেলাম
অ'ব্যাবহৃত পৃথিবীর স্বপ্নকুঞ্জ
দিগন্তের বুকে হেমন্তের মৌন সন্ধ্যা।  

মৃদুল বাতাসের ডানায়
আছড়ে পড়া রোদ্দুরের ঢেউ
বৃষ্টি মাখা দুপুরের নিহঙ্গ রংধনু।

আরো রেখে গেলাম
সময়ের পুষ্পভরা কৃষ্ণচূড়া
নির্জন উঠোনে আল্পনা আঁকা  
চন্দ্রপৃষ্ঠের নিংড়ানো জ্যোৎস্না ভেজা
সপ্তবর্ণা নির্ঘুম রজনী।  

গ্রীষ্মের নিকুঞ্জে শরতের আকাশ
ধবধবে কাশফুলের শুভ্রতা
সন্ধ্যা মালতির সৌরভী ঝাড়ে
প্রজ্জ্বলিত জোনাকিগুচ্ছ।

আরো রেখে গেলাম
না'বলা কথার নিঃস্বঙ্গ গালিচা
অভয়ারণ্যের মনোগ্রাহী প্রভাত
স্বপ্ন পাপড়ি জড়ানো সংগোপনে সুর।

হয়তো হবে দেখা পুনরায়
অন্তঃপুরে দীর্ঘশ্বাসের দ্বারপ্রান্তে
ক'ফোঁটা অশ্রু হয়ে আঁখি অলিন্দে
স্মৃতির করিডোরে দাঁড়িয়ে
শ্রাবণী সাঁঝে নিঃস্বকুঞ্জের নীরবতায়।
_________________________
জন্ম সময়: শীতের সকাল ১২.৪৫ মিনিট
২৫ জানুয়ারি বৃহস্পতিবার  ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®