একটি নবীন সূর্য দিনের শুরুতে দিয়ে যায় আনন্দ ভরা বার্তা,
সন্ধ্যার আকাশের নীরব ঝরে পড়া তারার কষ্ট নিয়ে বুকে,
এক আকাশ অভিযোগ শুনি মনের নির্বাক অলিন্দে দাঁড়িয়ে,
প্রিয় মানুষটির অভিমান ভাঙি নির্ঘুম রাতের মৌনতায়,
ভালোবাসার এপিঠ ওপিঠে ভেসে উঠে নিঃশব্দের এক আহ্লাদ,
পৃথিবীর সবচেয়ে সুখকর অনুভূতির স্রোতে গড়িয়ে যায় নীরবে।
জীবনের সব রংগুলো আরো জীবন্ত হয়ে উঠে একে একে,
খিলখিল হাসির এক আনন্দ ভরা অভিলাষী উঠোনে,
আগামী দিনে বেঁচে থাকার মানে খুঁজে পায় প্রভাতী বাতাস,
ব্যস্ত দিনের সব ক্লান্তি ঝরে যায় দূরন্ত কালের গহ্বরে,
অদেখা এক স্বর্গসুখের আবির্ভাব জাগিয়ে যায় হৃদস্পন্দনে,
রোমকূপের গভীরে রয়ে যায় অনিন্দ কালের প্রত্যাশা।
______________________
রচনা'কাল: নীরব দুপুর ১২.৩০ মিনিট
৪-এ নভেম্বর শনিবার ২০২৩ খ্রিস্টাব্দ
১৯ - এ কার্ত্তিক ১৪৩০ বঙ্গাব্দ
১৯ - এ রবিউল আখির ১৪৪৫ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®