আমার ঘরে আমাদের ছয় জনের বসবাস
ছাদ,আমার চার দেয়াল, আর আমি,
এই আমার একমাত্র সহায়সম্পদ
আমার পৃথিবীর সমস্ত প্রত্যাশাগুলো সিক্ত হয়
অবেলায় অকারণে তপ্ত নোনা শিশিরে
এই পাঁচ জনের সাথে কথপোকথনে,
পুরোনো ফেনের কচকচ শব্দ যুক্ত হয় সাথে।
মনের দরোজায় যে তালা লাগিয়েছিলাম শতাব্দী আগে
ঋতুর পরিবর্তনে জং ধরেছে তার বুকে
আর চাবি ? তার কোনো হদিশ নেই এখন।
এক দেয়ালে আমার সুখগুলো বেঁধে রেখেছি
বিশাল এক দর্পনের পাঁজরে,
সুখ দুঃখ হাসি কান্না তার সাথেই ভাগাভাগি করি।
এখন আর কোন প্রতিক্ষা নেই দরজার ওপারে কেউ
ভুল করেও হয়তো বাজাবে না আগমনী ঘণ্টাধ্বনি
অসহনীয় দুঃখ আর নির্দয় ব্যাকুলতা লুকিয়ে মনের গভীরে
সুন্দর হাসি দেওয়া ছাড়া কিছুই পারি না আমি এখন।
আমি আর আমাদের ছয় জনের সংসারে
বিষণ্ণ বিচ্ছেদ বিরহের সুখ থেকে এখনো বঞ্চিত হইনি
এখনো নিষিদ্ধ বাসরের ফুলশয্যায় কেটে যায় রাত
মৌনতার নিদারুণ অহমিকার বিভীষিকায়।
আমার যাপিত সংসারে আমি খুব সুখেই আছি----খুব সুখে !!!!!!
_________________
বর্ণনাঃ তপ্ত দুপুর ১২.৪৫ মিনিট
২৬ জুন রবিবার ২০২২ খ্রিষ্টাব্দ
১২-ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
২৭-ই জ্বিলকদ ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®