ঝরে পড়া হলুদ পাতার আড়ালে লুকানো একমুঠো হাসি,
আমাকে অবাক করে বলে চিনেছো আমায়-?
পূবালী বাতাসে ভেসে আসা এক শীতের আবেশ
মনের হরষে ঝরে পড়েছিলাম কারো গাঢ় বাদামি এলোকেশে,
সুগন্ধ নিয়ে স্পর্শের অন্তরালে মিলনের অনাবশ্যক চাহিদায়।
শূন্যতাকে আলিঙ্গন করে আকাশ পাতাল ভেবে
অল্প সময়ের জীবন নিয়ে প্রেমের শব্দের অন্তঃপুরে।

আমি তোমার সেই আকাঙ্খা, যার সাথে দেখা হয়েছিল-
কোন এক দোল পূর্ণিমার বিনিদ্র রাতের জ্যোৎস্না মাখা স্নিগ্ধতায়,
কখনো হেঁটেছি তুমি আমি হাত ধরে পাশাপাশি পিচঢালা পথে,
সুবিন্যস্ত আকাশের গাঢ় নীল ছিন্ন করে অন্তহীন যাত্রায়!
অকস্মাৎ নবীন রবির কিরণে নয়ন আটকে গেলো এক মায়াময়ী শব্দে,  
সেই শব্দেই আমার সকল শান্তি,
আমার সব ভালোলাগা।

বেশ, এবার চলে এসো প্রিয়,
আমার সেই পুরোনো জীবন পুরের পথে-
আমি আছি দাঁড়িয়ে সেই কবে থেকে দিগন্ত রেখার এপারে।

বহুদিন পরে সময়ের স্রোতে অনাদিকালের দূরত্ব,
আজ ঘুঁচে গেলো এক নিমিষেই সেই ঝরা পাতার ডালে,
পরিযায়ী স্বপ্নগুচ্ছ স্বরহীন প্রতিচ্ছবির গালিচায়।  
____________________
রচনা'কাল: হলুদ বিকেল  ২.২০ মিনিট
১৭-ই -ডিসেম্বর রবিবার ২০২৩ খ্রিস্টাব্দ
         ২-এ- পৌষ  ১৪৩০ বঙ্গাব্দ
৪ - এ জামাদিউল আখির ১৪৪৫ হিজরী
    গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
               সংশোধিত ও পরিমার্জিত  
             © Copyright সংরক্ষিত ®