সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবন বিভ্রান্ত অনিমেষ,
নিষ্ঠা ভাবে কাজ করি, তুবও হয় না কখনো-ই শেষ।
মুহূর্ত থেকে শতাব্দীতে গড়ায়,অজস্র প্রত্যাশার রেশ,
দিন শেষে নিজেকে দেই সান্ত্বনা,এইতো আছি বেশ।
জন্ম থেকে মৃত্যু অবদি,শুধুই স্বপ্নিল ভ্রান্ত হাতছানি,
স্বার্থের মায়ায় বন্দী হয়ে,শুধু ষাণ্ডের ঘানী যাই টানি।
দায়িত্বের বোঝা মাথায় নিয়ে আজ-যে ভীষণ ক্লান্ত,
কবর, কফিন, বা শ্মশানে গিয়ে একদিন হবো শান্ত।
___________________
আজ আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি।