সাদা কাপড়ে মোড়ানো আগাগোড়া,
সবাই চেয়ে আছে যেন একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে
নিথর নি:স্তদ্ধ হয়েও রেহাই নেই তার
ধরেছে পচন তাকে সবদিক ঘিরে।
দৃষ্টির অন্তরালে এক কিংবদন্তী মানুষ
ক্ষত-বিক্ষত শরীরে পড়ে রয় এভাবেই
ক্ষুধার তাড়নায় নয়, নয় বিলাসিতার অভাবে
কি কারণে হাতে নিয়ে পিস্তল
কোন আনন্দ নিয়ে করে গেলো নিজেকে নিশ্চল
আত্মহত্যা কোন সমাধান নয় সমস্যার-
শত প্রশ্ন তবে কেন এভাবে,  
সব সুখ দুঃখগুলো করে জগতের আড়ালে
সফেদ কাপড়ের মাঝে শুয়ে আছে হয়ে অসহায়
শুনতে কি পারে না সময়ের আর্তনাদ
ফিরতে পারে না এপাশ থেকে ওপাশ
ঠিক পড়ে রয়েছে আগা গোড়া মোড়ানো সাদা কাপড়ে।
মহাব্যাস্ততা নিয়ে সবাই চিন্তিত নয়নে
আপনের পনে দেখে, দেখে পচনশীল দেহ
যা ঢেকে দিয়েছে কয়েক টুকরা কাফনে
যেটা সাজানো ছিল কোন এক দর্জির দোকানে  
সবাই ব্যাস্ত হয় দু'হাতে মাটি তুলে চাপা দিতে
এক জীবন্ত কিংবদন্তীর ইতিহাস
সত্যি কি দুসাহস মানুষের,
ঢেকে দেয় এক আস্ত মানুষ মুহূর্তেই
একাকীত্ব, অবহেলা, আর স্বার্থপরতার কফিনে।
___________________
রচনা: হিমঝরা সন্ধ্যা ৬.১০০ মিনিট
৪ ফেব্রুয়ারি শুক্রবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২১-এ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
৩-ই রাজাব ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️