জীবনের কাঠখড়ি পুড়িয়ে
সন্ধ্যার আবীর মেখে মনের অলিন্দে
নতুন স্বপ্নসুখের চাদর মুড়িদিয়ে
এক নতুন অভিনয়ের সফর শুরু করেছি
এক আকাশ নবীন স্বপ্ন নিয়ে হাতের মুঠোয়
জীবনের অভিনয় ঠিক এভাবেই করি
যে ভাবে বাস্তবের রংমিশিয়ে ছবি আঁকা।
মেকাপের কঠিন আস্তরণের আড়ালে
নিজের আসল চেহারা কোথায় হারিয়েছি
কখন হারিয়েছি তা'আজ মনে নেই,
এখন শুধুই নিজের মুখোশ দেখি দর্পণে দাঁড়িয়ে
জীবনের রঙ্গমঞ্চে শুধুই মিথ্যে অভিনয়
মিথ্যে হাসি, কতো মিথ্যে সংলাপ-
সত্যি জীবন তখন খুব কঠিন হয়ে দাড়ায়
যখন নিজের সাথেই মিথ্যে বলতে হয় হেসে হেসে
আর কতো মিথ্যে বলা যায় নিজের সাথে
নিজের অস্তিত্বের সাথে এভাবে প্রতিনিয়ত।
তবুও অসাধ্য সাধন করেছি নিজ গুনে,
মুখোশের আড়ালে উপন্যস্ত নিজেকে চিরতরে
জীবনকে সহজ করেছি অনেক ভাবে
কাল যেটা ছিল নতুন আজ সেটা পুরাতন
কারো কাছে ক্ষমা চেয়েছি হাত জোড় করে
কাউকে ক্ষমা করেছি হৃদয় ভরে
জীবনের এই প্রান্ত বেলায় শুধুই মন চায়
কেউ'তো থাকুক আমার একান্ত আপন হয়ে
মুখোশের আস্তরণ সরিয়ে আমাকে বুঝুক
কেউ'তো থাকুক আমার অস্তিত্ব জুড়ে
আমার একান্ত বিশ্বাসে- কেউ'তো থাকুক।
_________________
উপলদ্ধিঃ তপ্ত দুপুর ১২.১০মিনিট
৩১ অগাস্ট বুধবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১৬ -ই- ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
০৪ -ই সফর ১৪৪৪  হিজরী  
মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে
©️ Copyright সংরক্ষিত ®