আজ জীবনের পাণ্ডুলিপি হাতে নিয়ে দাঁড়িয়েছি
সময়ের বিদ্বগ্ধ প্রহরের নির্মম মৌনতায়
অগোছালো জীবনের অসমাপ্ত প্রাপ্তিগুলো
নিষ্ঠুর ভাবে আলপনা এঁকে গেছে-
মরচে ধরা পাতার পাঁজরের ভাঁজে ভাঁজে,
অতৃপ্ত জীবনে প্রত্যাশার অন্তরালে ডুবেছে অনেক কিছু
ঈশ্বরের প্রতিদানে, নিয়তির পরিহাসে,
বিবর্তনের স্মারকে পাল্টে গেছে অনিন্দ স্বপ্নের মহড়া
অনেক ভাবে প্রতারিত হয়ে, প্রলোভিত সান্ত্বনায় হেসে
মুখ ও মুখোশের নির্মম প্রবঞ্চনায় হারিয়েছি-
বিশ্বাস নামের সেই অমূল্য সম্পদ, আরো কত'কি।
তবুও আমি এখনও সবার কথায় বিশ্বাস করি,
ভালোবাসায় বিশ্বাস করি,অনুভূতিতে বিশ্বাস করি,
বিশ্বাস করি মনের কঠিন দীর্ঘশ্বাসের অভিশাপে।
নিজের ব্যর্থতার জন্য অনেকের কাছে চেয়েছি ক্ষমা
অনেক'কেই করেছি ক্ষমা একান্ত প্রার্থনায় নীরবে।
ধূসর শূন্যতায় ভরা নির্জন পথে হেঁটে যেতে যেতে-
মনে পড়ে জরাজীর্ণ জীবনে হাহাকার ভরা বিষাদ সুর'লয়ে
গুমরে কাঁদা যবনিকার সেই আত্মবিলাপের প্রতিধ্বনি।
এজীবন-ওজীবন স্বর্গ নরকের হিসেবে সরিয়ে কল্পনা থেকে
আজ খুঁজে ফিরি নশ্বর এই জীবনে মুক্তির পথ,
শেষ বিদায়ের মহালগ্নে যাবো কি হেসে,সবাইকে কাঁদিয়ে,
নাকি হাসবে সবাই আমার ঊষর অপারগতার কান্না দেখে।
_________________
রচনা: অবসর দুপুর ২,১৫ মিনিট
০১ এপ্রিল শনিবার ২০২৩ খ্রিষ্টাব্দ
১৮ -ই- চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
১০-ই-রামজান ১৪৪৪ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®