আজ মনে পড়ে তোমার আমার প্রেম হয়েছিল একান্তে
এই মায়া মমতাহীন কংক্রিটের শহরের বুকে
এখানেই খসে পড়ছিল যামিনীর নিশাচর কুহেলিকায়
অনাড়ম্বর জীবনের আশাতীত ভালোবাসা।
জীবনের অন্তহীন যাত্রাপথে তোমাকেই চেয়েছিলাম
নিজের অজান্তেই জীবনের পরতে পরতে জড়িয়ে
দুচোখে নতুন দিগন্ত সন্ধানী হয়ে।
অতঃপর!!!
প্রণয়ের অথৈ সাগরের ব্যর্থ নাবিক হয়ে হেঁটেছি নির্দ্বিধায়
স্বর্গ দ্বীপের আঙিনায় ঘুরেছি শ্রান্ত চোখে
হৃৎপিণ্ডের অঢেল অস্থিরতা নিয়ে দীর্ঘকাল এভাবেই।
আমার অপ্রাপ্ত স্বপ্নগুলো নীল গগনের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে
ফিরে এসেছে অজস্রবার দূর তেপান্তরের বুকে
অতন্দ্র সীমান্তের এপার ওপারে প্রাপ্তির রঙ মেখে
নৈসর্গিক অনুভবে স্নিগ্ধ সুন্দর আবেগি চোখে
স্বপ্নিল জানালায় বিরামহীন চেয়ে থেকেছি একাকী।
পিঙ্গল সময়ের নীল আঁচলে আঁকা আবীরমাখা সুখগুলো
হৃদয়ের পরিসীমায় প্রতিটি নিঃশ্বাসে চৌচির হয়েছে
মৃন্ময়ী আশাগুলো বিরান ভূমির চোরাবালির অন্তরালে
উদ্দীপ্ত জৌলুসের নীরবতায় হেসে একান্ত চিত্তে
জীবন ফিরে গেছে বারবার নিরানন্দের আত্মদহনে।
____________________
রচনাকাল: রোদেলা দুপুর ২.৫০ মিনিট
০৭-ই নভেম্বর রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ
২২ - ই কার্ত্তিক ১৪২৮ বঙ্গাব্দ
২-ই রবিউল আখির ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®️