আজকাল মাঝে মাঝে খুব মায়া হয় নিজের প্রতি
যখন আয়নায় দাঁড়িয়ে নিজের অবয়ব দেখি
প্রলেপ দেয়া চুলের ভাঁজের আড়াল হতে  
যখন চেয়ে থাকে নিরুপম শুভ্র চুলের অট্টহাসি
সত্যি তখন খুব মায়া হয় নিজের প্রতি,
চেয়ে দেখি সময়ের নিদারুণ ছাঁপগুলো  
কতো ভাবে আল্পনা এঁকেছে শরীর অলিন্দে।

মস্তিষ্কে বাসা বেঁধেছে এক নামহীন ক্লান্ত অপ্রীতিকর
স্বল্প সময়ের স্মৃতি হ্রাসের এক নির্মম অভিলাষ,
দু'কান ধরে বসে আছে এক মোটা কাঁচের অক্টোপাস
হাঁটুর ব্যথা, কোমরের ক্যাঁচকোঁচ ধ্বনি,
কি আকস্মিক ভাবে ভেসে আসে কণ্ঠ নালী বেয়ে।
রুচিহীনতা এক আনন্দ নিয়ে ঝাপটে ধরে খাবার টেবিলে
ঘুমের রানী জেগে থাকে সারা রাত মহা সুখে আমার চোখে।  
  
কোজাগরী আকাশের বুকে যখন উজ্জ্বল হয় নক্ষত্রগুচ্ছ
তখন অবসাদের ক্লান্তি নিয়ে ঝরে পড়ে কিছু তারা
শ্রান্ত শরীরে ছাদের আঙিনায় নির্বাক নয়নে
নিজের একাকিত্বের আঁধারে স্মৃতির দীপ জ্বালিয়ে ভাবি,
কি দরকার ছিল এভাবে নিজের সাথে প্রবঞ্চনা করার
কি উদ্ধার হলো এতকাল প্রতিনিয়ত নিজেকে ঠকিয়ে,
জীবনের হিসাব মিলানো যায় না কিছুতেই,
তবুও একান্তে জেগে উঠে কিছু প্রশ্ন মনের অস্থিরতায়।
___________________
রচনা: অবসর বিকেল ৬.১০ মিনিট
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৩ খ্রিষ্টাব্দ  
১০ এ-ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ
০৩-ই শাবান ১৪৪৪ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®