সময়ের ধূসর হলুদ মিনারের হৃদয় বিদীর্ণ করে,
অগোছালো চিন্তার এক প্রতিধ্বনিত উঠে,
নিদারুণ মোহমায়ার বিশুদ্ধ অনুভূতি হয়ে.  
ব্যর্থ স্বপ্নের হাসিগুলো অপেক্ষার পাতায় শুয়ে থাকে
নিরবে নিঃশ্চুপ কষ্টকল্পের বেড়া জালে।
ক্ষণস্থায়ী জীবন পথে ভ্রান্ত দিশার অর্চনে তাড়িয়ে ফেরে,
ভেঙ্গে যাওয়া জীবন্ত ইচ্ছেগুলোর প্রতিধ্বনি,
বিলীয়মান স্বপ্নগুচ্ছ হেমন্তের শীতল উষ্ণতা নিয়ে
তন্দ্রাবিভোর শূন্যতার ভীড়ে নিমজ্জিত থাকে একাকী।

জীবনের এই গোধূলিবেলায় আমার মন চায়
রূপকথার নিবিড় সুধারস পেতে,
আমি নির্বাক প্রত্যাশায় থাকি আশাতীত চোখে
কেউ আমাকে নিজের মতো করে বাঁচতে শিখাক।
সময়ে অসময়ে আমাকে জিজ্ঞাসা করুক
আমি কেমন আছি,কি খেয়েছি, কখন খেয়েছি,
আমার জন্মদিনে আমাকে মন থেকে শুভেচ্ছা দিক
প্রার্থনায় উঠুক দু'হাত আমার জন্য।

হৃদয়ের পাঁচালী ঘিড়ে থাক শুধুই তার আনাগোনা
অনুভবের অনুভূতিতে খিলখিল করে উঠুক,
তার ভালোবাসার ছোঁয়া, তার স্পর্শের সুগন্ধ
জীবনের যবনিকার হাঁটুক আমার হাতে রেখে হাত,
সমাধিতে দাঁড়াক এসে হাতে নিয়ে জীবনের শেষ ফুল,
চোখের কোনা ভিজিয়ে তপ্ত নিঃশ্বাস ঝড়ুক বুকে।
_________________
রচনা: বিনিদ্র রাত ১২.২৫ মিনিট
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৩ খ্রিষ্টাব্দ  
১৯- এ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
১১-ই রজব ১৪৪৪ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®