একজন ভালো বন্ধু চাই,
যে শব্দের আড়ালে লুকিয়ে থাকা নীরবতা বুঝবে,
যে চোখের ভাষা পড়ে নেবে গভীর অভ্যন্তরে,
যে কাছে না থেকেও থাকবে হৃদয়ের কেন্দ্রস্থলে।
একজন ভালো বন্ধু চাই,
যার উপস্থিতি হবে নিঃশব্দ আশ্রয়,
যার একটিমাত্র স্পর্শে জমে থাকা দুঃখ গলে যাবে,
যার হাসিতে মিলবে জীবনের অর্থ।
একজন ভালো বন্ধু চাই,
যে বাতাসের মতো অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য,
যে আগুনের মতো উজ্জ্বল কিন্তু কোমল,
যে নদীর মতো প্রবহমান কিন্তু প্রশান্ত।
এই বিশাল পৃথিবীর শূন্যতায়,
কোথায় সেই আত্মার সহচর?
যে হবে এক সমুদ্র গভীর সম্পর্ক,
যার কাছে ভালো থাকার সংজ্ঞা নতুন রূপ নেবে।
এমন একজন একজন ভালো বন্ধু চাই।
_________________________
রচনা'কাল: ক্লান্ত গোধূলি ৭ .১০ মিনিট
২৮-এ মার্চ শুক্রবার ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®