নিঝুম সন্ধ্যার ঘোলাটে আঁধারে
সলতে পোড়া নিভে যাওয়া প্রদীপের মৌনতায়
যদি কখনো মনে পড়ে আমায়,
একরাশ পূর্ণিমার স্নিগ্ধতা আঁচলে জড়িয়ে
জোনাকি টিপ পরা ললাটে হেসে
করবী পুষ্প বাঁধা খোঁপার সুবাস ছড়িয়ে
তুমি এসো সেই পুরোনো ঠিকানায়
যেখানে হয়েছিল শেষ দেখা তোমার আমার।
দীপ্ত শপথে আমি চেয়ে আছি আজো
ঠিক সে'দিনের মতোই,
যখন দু'জনার পাশাপাশি বসে কেটেছে সময়
কত স্বপ্নীল অনুভূতির অন্তরালে
শূন্য দৃষ্টিতে চেয়ে থেকেছি চুপচাপ অপলক
দিগন্তের গভীরে স্বপ্নের আঁচলে
ক্লান্তিহীন সোনালী ভোরের প্রতীক্ষায়।
ভালোবাসার অন্তজালের মায়ায় কেটেছে
জীবনের আবেগী উন্মাদনার তপ্ত প্রহরগুলো
গগনের নীলে ছবি আঁকা বিকেলে,
অব্যক্ত ভাষায় হৃদয়ের বাক্যহীন সংলাপে
অনুযোগহীন মনের কল্পনায় ভেসে।
কোজাগরী আকাশের বুকে আল্পনা এঁকে
তারাহীন বিবর্ণ ছাদে একাকী দাঁড়িয়ে
অজানায় মিলে যাওয়া মেঠোপথের সীমানায়
এখনো আছে অপেক্ষায় দু'চোখ
অবিচ্ছেদ্য প্রতিটি প্রহরে নির্বাক চেয়ে।
__________________
Sunday14 May 2017
রবিবার ৩১ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®