দায়বদ্ধতার এক শিকল কাঁধে পরে
আঁতুড় ঘরে কেঁদে
এসেছিলাম পূর্ণচন্দ্রের ঢলন্ত ছোঁয়ায়
কোন নিদারুণ কষ্টের দ্বার উন্মুক্ত করে
মৌনতায় ভরা আনন্দ জাগিয়ে,
মানুষ হয়ে জন্মানোর পরেই ......
প্রতিনিয়ত কাঁদায় নিয়তির দায়বদ্ধতা।
জীবন নাবিক হয়ে বয়ে চলার বিশ্বাস
স্বপ্নদর্শীর মতো অজানা প্রশ্ন নিয়ে
পাঠশালার কক্ষে শিক্ষার দায়বদ্ধতা।
শৈশবের খেলার ছেলেমানুষী স্বপ্নে
প্রেয়সীর মলিন মুখের হাসিতে
বাবা মায়ের অঢেল প্রত্যাশার বন্ধনে
অদৃশ্য ভবিষ্যতের উল্লাসী দীর্ঘশ্বাসে
হৃদয়ের গোপন তাচ্ছিল্যের দ্বারে
যৌবনে পদার্পণের প্রত্যহ প্লাবিত সময়ে।
যাপিত পার্থিব জীবনের পরীক্ষায়
পছন্দের বিপরীত নি-জীবন সংসারে
আকাশচুম্বী স্বপ্ন পূরণের দায়বদ্ধতা।
অন্তে হিসাব নিকাশের খাতায় শূন্য নিয়ে
মানবিক কাঠগড়ায় নির্বাক দাঁড়িয়ে,
শূন্য হাতে দাঁড়িয়ে শূন্যে দু'হাত বাড়িয়ে,
পরিশেষে শূন্যতেই মিলে যেতে হয়
স্রস্টার সৃষ্টি স্বর্গ ও নরকের দায়বদ্ধতায়।
_______________________
জন্ম সময়:নিস্তব্ধ সন্ধ্যা ৭ .৩০ মিনিট
১৫ মার্চ বৃহস্পতিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®