অনেক বার ভেবেছি বইমেলায় যাবো
কোন না কোন কারণ বাধা হয়ে দাঁড়ায় প্রতিবার,
অবশেষে অনেক সাধনার পরে একবার-
গেলাম বইমেলা নামক অদ্ভুত জটলায়,
চারিপাশে শুধুই মোড়ক উন্মোচনের চিৎকার,
শত সহস্র কবির ঝাঁক, সবাই প্রায় এভাবেই
হাতে গোনা মুগ্ধ পাঠক নিয়ে নির্বিশেষে
পরিবেষ্টিত ক্যামেরা বন্দির উৎসবে মেতেছে
নিজের লেখা কাব্যগ্রন্থ বুকে লাগিয়ে উল্লাসী হাসি হেসে।
লেকের ধার ধরে বসে আছেন দেশের বিখ্যাত
সস্তা প্রসাধনীর প্রলেপ মাখা খালাম্মা-নানীয়াম্মা কবিরা,
কত বাহারী রঙের পাঞ্জাবীতে সেজে গুঁজে
ফেসবুক কল্যাণে স্বনামধন্য কবিদের আহ্লাদীপনা
যেখানে সেখানে মিডিয়ায় মুখ দেখানোর প্রতিযোগিতা
দেড় দুমিনিটের সাক্ষাৎকার দিয়ে ধন্য করে চলেছে
দেশের অলিতে গলিতে গজিয়ে উঠা কমিউনিটি টেলিভিশন।
লাল হলুদ ফুলের টোপ পড়া মাথা,এলোকেশী যুবতীর
নির্দ্বিধায় বুক ফুলিয়ে হেলেদুলে হেঁটে চলা।
জনশূন্য বইয়ের স্টলগুলো নির্বাক তাকিয়ে আছে
চটপটি, ফুস্কা,চা কফির আড্ডা ঘেরা মঞ্চে
এই সুযোগ বুঝে এক বিজ্ঞ কুকুর এসে বইয়ের স্টলে
করাঘাত করে গেল শিক্ষিত সমাজের মেরুদণ্ডে,
আমি বাকরুদ্ধ নয়নে শুধুই নিরবে গাছের ছায়ায় দাড়িয়ে
ডালে পাখির কিচিরমিচির শুনি,চেয়ে দেখি তাদের,
পাখীদের তিরস্কারি ভাষা বুঝার চেষ্টা করি
আর আনমনে ভাবি ভাগ্যিস আমার নামের আগে
কোন কবি নামের অবর্ণনীয় কিছু যোগ হয়নি।
__________________
রচনা: অলস বিকেল ৫.৪৫ মিনিট
১৩ ফেব্রুয়ারি সোমবার ২০২৩ খ্রিষ্টাব্দ
৩০- এ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
২২-ই রজব ১৪৪৪ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®