প্রতিক্ষার দীর্ঘপথ পাড়ি দিয়ে গহীন অমানিশায় লেপ্টে যাওয়া-
ভুল ভ্রান্তির পেয়ালাগুলোকে সরিয়ে দিয়ে অবশেষে,
আগামী দিনের জীবনের সব রঙ ভেসে ওঠে চোখের পাতায়।
বর্ণালী সৌরভ মাখা গোধূলির নিদারুণ সুরতোলে আনন্দের  
উপঢৌকনে ধৌত হয়ে প্রাণে সজীব স্পন্দন সৃষ্টি করে।
তোমার মিষ্টি মধুর পরশে বেদনা বলয় হবে প্রেমালয়,
মরূ সাহারা এই মন জুড়াবে অস্তরাগের আনন্দে হেসে।  
স্বস্তি আসবে তৃপ্তির অনুরাগে সিক্ত হবে হৃদয়,
অবশেষে ফাগুন এলো সুখের স্রোতে ভেসে এই দ্বারে।
তোমার ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়া নিয়ে
হৃদয় আঙ্গিনায় বাজে মুগ্ধ নুপুর নিক্কন।
তনুমনে শিহরণ জাগে নিদারুণ অনুভূতির আবেশ-
চিরন্তন বন্ধনে আবদ্ধ হতে আদি হতে অন্ত, অন্ত থেকে অনন্ত।
প্রেমের উপাখ্যানে ভাসে প্রেয়সী কদম কুমারীর মুখ,
সবুজের নবযৌবন পায় স্নানরতা সুপ্ত অনুভূতি,  
চতুর্দোলায় দুলে প্রাণবন্ত হয় হৃদয়ের সুবাসিত অলিন্দ।
_______________________
রচনা'কাল: শীতল নীরব সন্ধ্যা  8.৩৫ মিনিট
৭-এ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৩ খ্রিস্টাব্দ
       ২৩- এ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  ২৩ - এ জামাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
    গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
               সংশোধিত ও পরিমার্জিত  
             © Copyright সংরক্ষিত ®