কখনো কখনো ইচ্ছে করে খুব প্রিয় মানুষটির হাত ছেড়ে দিতে হয়,
তাঁকে সুখে রাখতে কখনো নিজের সুখ বিসর্জন দিতে হয়।
কিছু কিছু স্বপ্ন যখন প্রত্যাশার অসুখে পরিণত হয়,
তাকে সুস্থ রাখতে সেই অগোছালো স্বপ্নগুলো ভেঙে দিতে হয়,
এক অজানা ভালোলাগা যখন কষ্টদায়ক বাক্য হয়ে,
যখন নিজের অজান্তে নিত্য সংলাপে প্রকাশ পায়-বারবার
তখন বিচক্ষণ হয়ে সুন্দর ভাবে সেই ভালোলাগা'কে,
এক সুন্দর কল্পকথার মোড়ে এনে নিজের মতো যেতে হয়।
মুঠোফোন আলাপন যখন বিরক্তিকর অনুভূতি ব্যক্ত করে,
তখন ভুল করে ভালোলাগার ভুল অভিমানগুলো,
স্মৃতির এ্য্যালবামে বন্দি করে অনেক দূরে রেখে দিতে হয়।
সময়ে অসময়ে মনে পড়া মানুষটি যখন কোন অজুহাতে-
এড়িয়ে চলা অধিগত করে নিজের কারণে অকারণে,
সময়য়ের আয়নায় সেই অজুহাত গুলো বাস্তব করে দিতে হয়।
জীবন পথের সব কষ্টের আবরণ ঢেকে হৃদয় দর্পনে,
হাসিমুখে নির্বাক পৃথিবীর পথে নিরানন্দে এগিয়ে যেতে হয়।
___________________
রচনা'কাল: নীরব রজনী ১.৪৫ মিনিট
৭ এ এপ্রিল রবিবার ২০২৪ খ্রিস্টাব্দ
২৪ - এ- চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
২৮ - এ রামাদ্বান ১৪৪৫ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®
বিঃদ্রঃ - যাকে ভীষণ ভাবে মিস করছিলাম তাকেই উৎসর্গ করলাম।