আমার সম্মুখে আজ উত্তোলিত জিজ্ঞাসার পরাক্রান্ত তলোয়ার।
সময়ের অগাধ প্রশ্ন, কী এঁকেছ সময়ের ক্যানভাসে,
কী লিখেছ কবিতায় গদ্যে-পদ্যে, ছন্দে আনন্দে?
গভীর স্বপ্নে অথবা বাস্তব জীবনের ধূসর পাণ্ডুলিপিতে।
জীবনের প্রতিপত্তি আশা ও বিশ্বাস আর সুন্দর ভালোবাসায়
কতটুকু প্রকাশিত হয়েছে তোমার যাপিত প্ররোচনায়।
নির্বাক একাকী দাঁড়িয়ে থাকি বৃক্ষের নিচে-
অবাক হয়ে দেখি সব ব্যর্থতার দৃশ্য।
চতুর্দিকে ঝরাপাতার আগুনের অপেক্ষায়-
আমার আরাধ্য জীবনের ছবি স্বপ্ন আর সকল সাধ।
আকাঙক্ষার প্রিয় বাক্য সমস্ত শব্দ-ভূগোল-ইতিহাসের পাতা
বাণীর সব ভাস্কর্য আর শব্দের সংসারে একাকী,
সামনে দাঁড়িয়ে আছে কালের অদেখা ক্যালেন্ডার-
মনে মনে ভাবি কে দেবে উত্তর তার,
রূপের লাবণ্য-বোধ সব চিত্রকল্প আজ পরাজিত ও নতজানু।
মনে হয় কেউ যেন রেখেছে রক্তাক্ত হাত হৃদয়ের শস্যক্ষেতে
কেউ যেন দিয়েছে ধারালো কোপ ধুরন্ধর শক্তিনিয়ে।
খণ্ডিত মস্তক স্নায়ুর ক্লান্তি নিয়ে নিয়ে বসে আছি,
সমগ্র আকাশ আর পৃথিবীর অদৃষ্টের বুক জুড়ে।
আমি আমার কষ্ট লিখছি, নিঃশব্দ আঁকছি,
রচনা করেই চলেছি জীবনের রক্তজবা এক সর্বনাশ।
--------------------------------------
রচনা'কাল: ক্লান্ত শীতল দুপুর ২.২০ মিনিট
২৩-ই -ডিসেম্বর শনিবার ২০২৩ খ্রিস্টাব্দ
৮-এ- পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
১২ - এ জামাদিউল আখির ১৪৪৫ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®