প্রতিটি রমনী তার ভ্যানিটি ব্যাগের ভিতরে  
রাখে তার একান্ত পরিশুদ্ধির চাবিকাঠি।
সেখানে থাকে রূপসী হওয়ার অমোঘ অস্ত্র।
আরো রাখে রূপচর্চার অভিনব গোপন রহস্য।
টাকা পয়সার সাথে রাখে একটি ছোট  আয়না,
যে আয়না দিয়ে দেখে দাঁতের উজ্জ্বলতা,
ওষ্ঠ যুগলের প্রলেপ,চোখের কাজলের গভীরতা,
ডানে বামে তাকিয়ে পরিপাটি করে নিজের মুখ।

আমি নির্বাক চেয়ে দেখি আর ভাবি-
আহা, মানুষের নিজের চরিত্র দেখার জন্য-
যদি এমন একটি আয়না থাকতো সবার ব্যাগের ভিতরে।
মানুষ ড্রেসিং টেবিল এমনকি বাথরুমেও আয়না লাগায়
নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য।
কিন্তু কি আজব মানুষ নিজের মনকে পরিচ্ছন্ন করার জন্য,
কোন আয়না খুঁজেই পায় না।
অবশেষে অদেখা ময়লাগুলো নিজের অজান্তে
ছড়িয়ে ছিটিয়ে থাকে মনের আনাচে কানাচে।
সেই ময়লাগুলোর দুর্গন্ধ ছড়ায় মুখের বাক্য উচ্চারণে,
একান্ত নিজের কাজ কর্মে ও ব্যবহারে।
_____________________
রচনা'কাল: তপ্ত হলুদ  দুপুর ৩.২৫ মিনিট
  ৭-ই মে  মঙ্গলবার ২০২৪ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
          সংশোধিত ও পরিমার্জিত  
      © Copyright সংরক্ষিত ®