শ্যামলীকা!!!
তুমি কি জানো? তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম
চিত্তের চিত্তাস্থলের অভ্যন্তরীণ ঠিক মধ্যবিন্দু থেকে
একটা কথা বলতে চেয়েছিলাম অনেক বার
বিকেলের নরম শুভ্রালোয় তুমি দেখতে অপূর্ব-অপরূপা
এলোকেশে নিদারুণ সৌন্দর্যে উচ্ছল উদ্বেল তুমি
একটু খানি মজার কথা শুনে খুব সহজেই
ফিক ফিক করে হেসে ফেলতে তুমি,
তখন যে কি পবিত্র'ই না লাগতো তোমায়
যখন তুমি চোখ বন্ধ করতে তখন তোমার চোখের পাপড়িতে
যেন হঠাৎ আড়াআড়ি স্বপ্ন আর আশা খেলা করতো
তোমার নিমিত্তে সহচার্য পাবার সময়টুকু
আমার কাছে যেন ছিল একান্তই স্রষ্টার আশীর্বাদ
এর নামান্তর এই অনুভূতি স্বর্গীয় সুখের আরেক রূপ।
শ্যামলীকা!!!
যখন আমি ঘুমিয়ে পড়ি স্মৃতির নকশিকাঁথা মুড়িদিয়ে
তুমি থাকো আমার শরীরের ভাঁজে সুগন্ধি হয়ো
আমার দীর্ঘ নিঃশ্বাসের উষ্ণতায় তোমায় টের পাই নিবিড়ে
তোমার ঠোঁটের স্নিগ্ধতা আমায় প্রফুল্ল রাখে
এলোমেলো চুলের শৌখিন আঁধারে ডুবে যাই নিমিষে
চলন্তিকা সময়ের পদে পদে তোমার স্পর্শ আমায় মাতিয়ে রাখে
এখন এসব শুধু'ই অলীক ভালোলাগা মাত্র
আমার মনের আকুতি ভরা নিরেট প্রত্যাশাগুলো
তোমার কাছে কখনোই ব্যক্ত করা হবে না
তবুও আলোক বর্ষের দূরত্ব থেকে তোমাকেই
ভালোবেসে যাবো এভাবেই,সাত জন্মের অভিপ্রায়।
___________________
রচনাকাল: পবিত্র সকাল ৯.২০ মিনিট
২৮ মার্চ রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৪-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®