তোমাকে পড়বো বলে মনের সব শব্দরা স্পর্শের অনুভূতি নিয়ে
বুকের গালিচায় আল্পনা এঁকে তোমাকে ছুঁয়ে যায়।
পৃথিবীর আনাচে কানাচ হতে সকল অভিধানের পাতা থেকে,
নৈসর্গিক শব্দ কুড়িয়ে এনে বিছিয়ে দিয়ে যায় প্রণয়ের অনুভবে।
সময়ের অন্তরালের অবগাহনে জীবন্ত কাব্যের প্রথম স্তবক,
প্রেমের অনন্য ছোঁয়ার নির্বাক অনুভূতিগুলো হামাগুড়ি দিয়ে-
শিশির সিক্ত ফুলের আচ্ছাদনে‌ তোমাকে খুঁজে স্মৃতির ক্যানভাসে।

শুধু আমি একাকীত্বের মূর্ছনায় সঁপে দিয়ে যাই,
জীবনের অমূল্য মূহূর্তের কিছু প্রাণবন্ততা নীরবে,
ছম'ছমে আঁধার আলখাল্লায় ঢেকে জোৎস্নার বিমূর্ত প্রহর।
মিলন তিথির পূর্ণিমা যখন আসে ধীরে ধীরে অল্প পরিসরে,
তখন নির্দ্বিধায় ঢোলে পড়ে শঙ্খচাঁদ তরঙ্গের ফেনীল উচ্ছ্বাসে।
সোনালী দিনের আখাঙ্খাগুলো নেমে আসে সন্ধ্যার প্রাঙ্গনে,
নিশীত প্রেমের অদম্য অভিসারের নৈশব্দের শব্দহীন ভাষায়।

দক্ষিণের অলিন্দ জুড়ে সুগন্ধ নিঃশ্বাসে তোমার অবেক্ত শব্দগুলো
ভালোবাসার তীব্র অনুভূতি জাগায় চোখের তারায়।
আমি অদম্য বাসনা নিয়ে রাতে নির্বাক জেগে থাকি একাকী,
তোমাকে একান্ত ভাবে পড়বো বলে নিবিড় সংগোপনে।
---------------------------------------
রচনা'কাল: শীতল নীরব সন্ধ্যা  ১.১৫ মিনিট
৩০-এ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩ খ্রিস্টাব্দ
       ১৫- এ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  ১৬ - এ জামাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
    গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
           সংশোধিত ও পরিমার্জিত  
          © Copyright সংরক্ষিত ®