প্রগতির আগুনে ঝলসে গেছে কত-শত মুখ। মুখের চিহ্ন
মিশে ছাই হয়ে গেছে পরিচয় ; ফুরিয়েছে যাবতীয় অসুখ।
তবু টনক নড়ছে না! আমজনতার নিউরনে ঢুকিয়ে দিয়ে দাসত্ব
ওরা সব হাসতে শুরু করেছে আমজনতার এই দৌড়াদৌড়িতে,
আমজনতার কান্নায় সীতাকুণ্ডে নেমে এসেছে - বিধ্বস্ত সাইমুম!
উড়িয়ে নিয়ে যাচ্ছে শবের স্বপ্ন, আর সে বাতাস বইছে সবদিকে।
আমি ভয়ে লুকিয়েছি মুখ। ঠিক জড়োসড়ো মুখবন্ধ শামুক।
খুঁজছি জল, উপযুক্ত শীতল। আমাকে যে বাঁচতে হবে। হবে জানাতে, আগামী প্রজন্মকে ; এইসব তুলে ধরে, একে একে।
আমরা নষ্ট ছাড়া, অনুর্বরতা ছাড়া কিছু রেখে যাচ্ছি না আর!
আমরা তোমাদের জন্য রেখে যাচ্ছি - যাবতীয় ঘৃণিত ইতিহাস,
কোকিলের বাসার মতো ডাহা মিথ্যা সুখের নামে যত হাহুতাশ।
০৬-০৬-২০২২ খ্রিস্টাব্দ