সুখেন্দু, শেষ বারের মতো যখন
হেঁটে গ্যালো -
হস্টেলর বারান্দার সামনে দিয়ে
হলুদ চোখের
মণির মতো সড়ক ধইরা ... যদ্দুর ; এ সইন্ধ্যায়
মৌমিতার চোখ যায়, ততোদূর - কার্তিক মাস।
শীত শীত বুনন করে
শরীরের ভাঁজে কাঁপন জাগাই ধরে
আঁধারে মৌমিতার মনে
যত গোপন ক্ষত
পুষে রেখে আজও ভালোবাসে -
সুখেন্দুর, এ চইলা যাওন।
সুখেন্দু, চইলা যাইতে যাইতে
মৌমিতা শিখে, জীবনে
চইলা যাওন-ও তো, থাহই।
চইলা গ্যালে -
সে-তো থাইকাই যায়,
তার চইলা যাওনে।