হে জেসাসের রক্তমাখা হাত,
অবিরত না-হোক
মাঝেমধ্যে সরাবি হইবার মুঞ্চায়।
কখনোসখনো তো দিতে পারো তুলে
আমারও হাতে, শরাবে পেয়ালা।
আরিফ কি গুণকীর্তন কোরে
তোমার একলা?
হে রক্তমাখা জেসাসের হাত,
দেখা দাও, দেখা হোক
আরিফ সমেত আমিও সরাবি হই।
আরিফ সমেত আমিও সরাবি হই ;
আর গালি দিই, আঞ্চলিক ভাষায়।
পাশের ঘরে জেঠিমা গুঙিয়ে কাঁদেন
প্যারালাইসিসে সে, ভুগছেন দু'বছর।
মুরগির মাংস খাবেন বাসনায় ক'দিন
জেঠা তা পূরণের সুযোগ খোঁজে পর
পকেট তো শূন্য, ছেলেরা সব বিভুঁইয়ে,
এবারের বিদ্যুৎ বিল দেবো ধার কোরে
আমারও ক্ষমতা নেই, সে-সাধ পূরনের
তোমার তো আছে, এই বিশ্বাসে আমি।
হে জেসাসের রক্তমাখা হাত
দেখা দাও, দেখা হোক
আরিফ সমেত আমিও সরাবি হই।