এদেশে, অভাবের হাওয়া বইছে;
বহুকাল সাথী, পূর্বপুরুষ থেকেই

তীব্র বেগে। যার শরীর ছুঁয়ে যাচ্ছে;
টের পায় সে, অভাব মূলত স্বপ্নের!

একটি সুন্দর স্বপ্নের অভাবে;
কাতরাচ্ছে পুরোদমে, জাতি!

কী নেই, আমাদের? প্রশ্ন ছেড়ে;
যা-কিছু আছে, তা নিয়েই গড়ি।

আর কতকাল স্বরহীন, এভাবেই ;
যাবো মরি? কলঙ্কিত সে, স্বপ্নহীন।