তোমাদের এই প্রেম
ব্যথিত করে আমায়।
যেদেশ পুষ্টিহীনতায়
ভুগে, বিনাচিকিৎসায়
প্রতিদিন কেউ না কেউ
অকাতরে মারা যায় ;
সেই দেশে কি শতশত
ভাস্কর্য মানায়?

তোমাদের এই প্রেম
অতি অবাঞ্ছিত অশোভন
চোরের জন্য কান্না
খুনির জন্য কান্না
বড়ো বেশি মায়াকান্না
আমার উপত্যকায়।