আমার ছোট ফেনী প্রবাহিণী,
বাতাসে তার কলকলানি
শুনতে পায়।
ভোরা জোয়ারে তোর ঢেউ খেলানি,
চন্দ্র-সূর্যের ঝিকঝিকানি
পুলকিত হয়।
নির্ঝরিণীর তটে বসাবসি,
কোমল হাওয়ার শনশনানি
গা জুড়াই।
জাল হাতে জেলে-জেলেনি,
মাছ ধরতে কত উল্লাসিনী
অন্ন যোগাই।
কুল ভেঙ্গে কুল গড়ানি,
এটা তোর কোন খেলানি?
হই অসহায়!
শত শত ঘর ভাঙ্গনি,
কত পরিবার হলো ভূমিহীনি।
কি আনন্দ পাও?
দেখ কত পরিবার পতি,
আঁখি জ্বলে করলো তোরে জলনিধি।
তবুও মায়া না দেখাও!
তোর কুল ভাঙ্গনের খলখলানি,
হিংস্র সাঝে আগমনি
নিস্তব্ধ হই।
নেই কোনো তোর থামাথামি,
অসহায় আমি, নাও বিশ্রাম ক্ষুদ্র আকুতি,
ছোট ফেনী নদী!