লেখা চুরিPost20161231064613
অনেক দিন হতেই আমি বাংলা কবিতার সাথে যুক্ত আছি। মাঝে অবশ্য বেশ কিছুদিন এই কবিতার আসর হতে দুরে ছিলাম। আবার ফিরে এসেছি বাংলা কবিতায়। নিয়মিত লিখব বলে ফিরে এসেছি। লিখেও চলছি প্রতিনিয়ত। আজ সামান্তা সিরিজের নতুন একটি কবিতা পোষ্ট করতে গিয়ে ভাবলাম যে দেখি তো আমার পুরাতন কবিতাগুলো সার্চ দিয়ে। কোথাও কপি(চুরি) হল কিনা? তাই ফেজবুক সার্চ অপশনটা ব্যবহার করে সার্চ দিলাম। সার্চ দিতে গিয়ে মনটা গেল খারাপ হয়ে। তাই আজ আর নতুন কোন কবিতা পোষ্ট করা হল না। সার্চ দিয়ে দেখি আমার বেশ কয়েকটি কবিতা চুরি করে ফেজবুকে দিয়েছে বেশ কয়েকজনে। মনটা গেল খারাপ হয়ে। তাই আজ আর কবিতা পোষ্ট করা হল না। এভাবে যদি কবিতা চুরি হয়ে যায় তাহলে কষ্ট করে কবিতা লিখে আর লাভ কি? ভাবছি কাল হতে যদি কোন কবিতা পোষ্ট করি তাহলে আর পূর্ন কবিতা পোষ্ট না করে অর্ধেক কবিতা (আংশিক) লিখব। যাতে চুরি হয়ে গেলেও আমার কবিতাটি সম্পূর্ন রূপে চুরি না হয়ে যায়। আপনাদের মতামত আশা করছি।
আলোচনাটি ৮৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩১/১২/২০১৬, ০৬:৫৮ মি: