চোখের জল শুকিয়ে গেছে তোমার
শ্রাবনের ধারা আর ঝরে না।
শুনেছি নিজেকে পাথর করে নিয়েছ
এখন আর অশ্রু চোখে ঝড়ে না।
অনুভুতি গুলো আজ মরে গেছে তোমার
এখন আর আমায় মনে পড়ে না।
তবু আজো তুমি প্রতি রাতে কাঁঁদো
সে কান্নায় হয় না কোন শব্দ,
থাকে বুকে চাপা আর্তনাদ
যা বিলিন হয়ে যায় নিরব রাতের মাঝে।
শুনেছি এখনো তুমি বিষাক্ত ছোবলে
প্রতিনিয়ত ধ্বংস কর নিজেকে।
বেঁচে থেকেও বার বার মরছ তুমি
কান্না আর অশ্রু হয়ে ঝরে না।
(সামান্তা জানি এখন আর তুমি আমার লেখা পড় না। তবু লিখি। আমিও মরছি প্রতিনিয়ত তোমারী মত করে।)