সময় কাটে যায় বেলা
প্রতীক্ষার নাহি হয় অবহেলা।
দাড়িয়ে গোলাপ হাতে
রয়েছি তোমারী প্রতীক্ষাতে,
আসবে তুমি সেই পথে
যে পথে আজো আছি দাড়িয়ে।
যায় দিন, আসে রাত
প্রতীক্ষার হয় না প্রভাত।
আজো আমি দাড়িয়ে
তোমারী প্রতীক্ষাতে।
বেলা শেষে রাত
আসে না প্রভাত,
আবার ফুটিবে গোলাপ
আসিবে সু-প্রভাত।
দাড়াব তোমারী দুয়ারে
হাতে নিয়ে গোলাপ।
রচনাকালঃ ১৪ই ফেব্রুয়ারী ২০১৬