আজ বসন্ত
ফুল ফুটবে কিনা জানিনা?
আমি দুরে বহু দুরে--
আসবে কিনা তুমি জানিনা?
তবুও ফুলের ডালা
সাজাব করিতে তোমায় রবণ।
নাহি পাব কাছে! নাহি পাব পাশে
তবুও হৃদয়ের মাঝে বসন্ত বাজে।
করিও আমায় রবণ
মনেরও গহিনে হৃদয়ের মাঝে।
হৃদয়ের মাঝে সাজিয়ে ডালা
তোমায় করেছি বরন!!
অনুভবে কর গ্রহন
আমার বসন্ত বরণ।
এই বসন্তে
নাহি হবে দেখা
হবে নাহি কথা,
তবুও রেখনা হৃদয় ফাঁকা।
হৃদয় দিয়ে হৃদয়
বরন করিও আমায়।
যেথা থাক ভাল থাক
বসন্ত করিও বরন,
কাছে থাকি দুরে থাকি
তোমায় করিব স্মরন।
রচনাকালঃ ১৩ ই ফেব্রুয়ারী ২০১৬