কত যে স্বপ্ন কত যে আশা
এ হৃদয়ে জমানো কত যে ভাষা।
না জানি স্বপ্ন হবে কি পূরন,
কতনা বুনেছি নতুন স্বপন।
বেধেছি বাসা বেধেছি ভাল
এ হৃদয়ে আছ হয়ে আলো।
করেছি আশা করেছি পন
স্বপ্ন আমার হল না পূরন।
হারিনি তবু হারিনি আমি
আবার দেখেছি নতুন স্বপন,
আশা নিরাশা করেছি রোপন।
ভেঙ্গেছে হৃদয়, ভেংঙ্গেছে মন
নিরাশাকে আজো করিনি বরণ,
তবুও হারেনি, হারেনি স্বপন।
আবার দাড়িয়েছি দৃপ্ত প্রত্যয়ে
স্বপ্ন আমার করিতে পূরন।
স্বপ্নে ভরা আমার জীবন!
পূরন হবে কি আমার স্বপন?
জীবনের প্রতিক্ষঁঁনে চেয়েছি যা
কি পেয়েছি? কি পেয়েছি?
খুজিনি তো কখনও তা!!!
জীবনের প্রতি বাকেঃ প্রতিক্ষনে-
হয়নি স্বপ্ন আজো পুরন।
অনেক কেঁদেছি, অনেক হেসেছি
ডায়েরীর শেষে হিসেব কষেছি,
মেলেনি হিসাব, মেলেনি পাতা
ডায়েরীর পাতা আজো ফাকা।
স্বপ্নের দেখা নাহি শেষ হয়,
কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়!!


রচনাকালঃ ১০ ই ফেব্রুয়ারী ২০১৬