প্রচলিত কল্পকাহিনির বাইরে যার কেউ নেই
তুমি তার হও।
এক পশলা অচেনা বৃষ্টি মানবী হয়ে
সন্ধ্যাতারার মত ধূপের ঘ্রান হয়ে,
সাগর পাড়ের শামুকের খোলসের মত জড়াও।
পৃথিবীর কক্ষপথের মতন কঠিন ঘুরপাক খাও
তার চারপাশে তোমার চোখ বুনে সাজাও প্রেম।
দেখবে তুমি তার আলো বনে গ্যাছো;
তুমি শীতের সকালের সূর্যমুখী হয়ে গেছো
তুমি অবিনাশী শ্লোগান হয়ে গ্যাছো ক্ষুদ্র প্রানের।
তুমি ধানক্ষেত হয়ে গেছো
শহরের ভালোবাসার বিকেল হয়ে গেছো
তুমি আগুন রাঙ্গা পাখি হয়ে গেছো
তুমি হয়ে গেছো হৃদ্য় রাঙ্গানো নন্দিতা।
অতঃপর একটা নৌকার ছইয়ের নিচের পোনামাছ,
আমাজনের নদীর পারের সাদা পাইথনের আকাশ।
আলো-আঁধারের প্রান্তসীমায় তোমার মুখ
তুমি তোমার চোখ মেলে দেখে নাও মেয়ে
তুমি চৈত্রের বুক ফাটা মাটির তৃষ্ণার জল গ্যাছো।