কতকাল আর থাকবি নীরব বল,
মাটির মূর্তি সম কাপুরুষের দল।
ভাবছিস কি তোরাই তবে স্বর্গে যাবি,
স্বর্গকে যে করছে দখল অত্যাচারী।

ফিলিস্তিনে জ্বলছে আগুন,
বীর যুবকেরা মরছে সবাই,
গাঁজা ভূমির কসাইখানায়,
ভাবছিস তোরা এখনো আছিস বেঁচে।

তাদেরই আছে শুধু শক্তি–জনবল,
তোরা কি সবাই নপুংসকের দল?
সব শিশুকে মারছে ওরা,
মরছে সেথা সব মায়েরা।
ভাবিস কেন বেঁচে আছিস তোরা তবে,
এমন ভাবনা ভাবিস না আর ভাই।

এখন সময় প্রতিরোধের—
অস্ত্র হাতে অমর হবার,
রক্ত ঝরাও হও অমর,
অস্ত্র হাতে আনরে সমর।
অত্যাচারীর কর গে বিনাশ,
বেঁচে থাকার মন্ত্র এটাই।