আকাশের জোছনার ঐ অপূর্ব রূপে,  
আজো তোমার অস্তিত্ব অনুভব করি।  
গভীর রাতে সুমসাম নিরবতায়,  
অনুভব করি প্রকৃতির সুর মূর্ছনায়।  
এই রাতের নিস্তব্ধ নিরবতা মাঝে,  
আমি খুঁজি হৃদয়ের গভীর বোধকে।  
অবোধ আমাকেই আমি বুঝতে চাই।  
অনেক দূরের পথ যেতে হবে তবু,  
তোমার পরশ পেতে শেষ ঠিকানায়।  
অথচ নিজের মত হয় না কিছুই।  
নিরব এই রাতেও ভাসে কোন সুর।  
কে বাজায় বাঁশি, ডাকে হাতছানি দিয়ে?  
কে যেন ডাকে আমায় সুরের মায়ায়,  
জেগে উঠ ওরে সত্য সুন্দরের সাথে।  
এই সুর চিরচেনা, অথচ আদিম,  
সে সুরের মূর্ছনায় ডুবে যেতে চাই।