মেঘের মেলা দেখতে যদি
আবার আমার পাশে বস।
সুরে সুরে গাও যদি গান
একা বসে থাকব না আর।
সঙ্গী হলেই তুমি আমার
মনের কথা বলবো খুলে।
অন্ধকারে খুঁজব আবার
ওই চোখের নীল কমলে।

রূপালী চাঁদের জোছনায়
ভালবাসার কথা বলবো
কবিতায় অক্ষরবৃত্ত ছন্দে।
সেই কবিতার ছন্দ তালে
কোকিল গাইবে কুহুতান
খুশিতে দুলবে ডানা তার,
সেই আবেগে উঠলে ঝড়
ভুলে যাবো বিরহের ব্যথা।

তোমার অধর ভাব সাগরে
ভালবাসার রঙ ছড়াতে
আবার আমি আসব ফিরে।
মেঘের মেলায় এসে তুমি
সুরে সুরে গাও যদি গান,
একা বসে থাকব না আর।
তুমি আমার সঙ্গী হলেই
মনের কথা বলবো খুলে।