**বিদগ্ধ বাসনার দীর্ঘশ্বাস**  
**মোঃ নমশের আলম**

জীবনের পথ ধরেই চলছে জীবন।  
আবার যদি দেখা হয় পৃথিবী পথে,  
ভেবেই ব্যথা পাই – যাইনি মরে,  
কিছুই হয়নি শুরু – তবু শেষ হয়।

কেবলই দীর্ঘশ্বাস ব্যর্থতার পরিচয়,  
হৃদয়ের মাঝে বোধের সৃষ্টি হয়,  
স্বপ্ন-শ্রান্তি-ভালবাসা এসে হাত ধরে,  
আলো অন্ধকারে খুঁজি সমস্তরে‌।

সব চিন্তা, প্রার্থনা, সময় –  
সব কিছু তুচ্ছ, পণ্ড মনে হয়।  
সব ছেড়ে মনটা যদি  
স্বপ্নের হাতেই দিত ধরা,  
সকল আঘাত ভুলে  
পৃথিবীর পথে যদি থাকতাম বেঁচে!

সকলেরই জীবনটা আলাদা,  
সময়টা হয়ত সঠিক ছিল না।  
যেটুকু পেয়েছি সময় ভালোবাসার,  
দেবার কিছু ছিল না আর।

বিষাদ – কষ্ট সব কাটাতে পারি,  
আমার অনুভূতি সব মরে গেছে।  
যেটুকু সময় পেয়েছি ভালোবাসার,  
আরো সময় চাই বেঁচে থাকার।

একটা কবিতা লিখতে বাঁচতে চাই।  
একটা ছবি আঁকছি বহুদিন হতে,  
আজো ছবিটা আঁকা হয়নি শেষ,  
তা কেবলই কল্পনায় সাজাই।

দিন শেষে নতুন রাত আসে,  
লক্ষ নক্ষত্রের সাথে কথা হয়।  
তার পায়ের ছন্দে কোলাহলে  
রাতের আকাশ ভরে ওঠে।  
পৃথিবীটা তাই জেগে আছে,  
আমি তা দেখে যাই দু'চোখ মেলে।