বাঙালি ললনা, তুমি তাই অনন্যা
মোঃ নমশের আলম
প্রিয়তমা যখন অভিমান করে,
চোখ তার টলমল অশ্রুসজল।
ভেতরে চেপে রাখা রাগ,
তারই আড়ালে প্রেমের আস্তরণ।
অধিকারের এ এক অনন্য মিশ্রণ,
কতো পথ হেঁটেছি, ঘুরেছি দেশ,
দেখিনি এমন অকৃত্রিম মিশ্রণ।
অবয়বে এমনই অভিব্যক্তি ফুটে,
মেঘের আড়ালে যেন সূর্য উঠে।
বাঙালি ললনা, তুমি তাই অনন্যা।