আমার একটা ঘর আছে,
তাতে অভাবের লম্বা ফর্দ আছে।
স্মৃতির পাতায় ভাঙাচোরা গল্প আছে,
রাগ-অভিমান লাজ আছে।
এ ঘরে কত শত রঙিন স্বপ্ন
ধুপ ছায়ার ধোঁয়ায় মিশে গেছে।
কত ক্ষত পোড়া দাগ আছে,
মনের মাঝে বাঁক আছে‌,
ভালোবাসায় বৃষ্টি বিলাসের স্মৃতি আছে।
এভাবেই যুগল জীবনের আশকারায়
কেটে গেছে তেত্রিশটি বছর।
চেয়ে দেখি, আমার একটা ঘর আছে।