এই সমাজ কেবল কর্তৃত্ব ফলায়,
সকল অর্জন ভূমিতেই রেখে যায়।
তবু কেন ছুটে চলা লক্ষ্যহীন পথে?
কেবল পূর্ণতা পায় বিষয় বাসনা,
অবশিষ্ট সবকিছু শুধু মিথ্যে মায়া।
আমি ভুগি নাকি ত্যাগী জানি না বলেই,
অহর্নিশি ছুটে চলি সেই চেনা পথ ধরে,
যেখানে নিজের বলে কোন কিছু নেই।
আমি তাই মুক্তি চাই ভোগ সাধ থেকে,
সকল বাসনা থেকে চির মুক্তি চাই,
কিন্তু হায়! তবু আমি মুক্তি নাহি পাই।
গন্তব্য কোথায় ছিল হয়নি তা জানা,
আমার স্বজন দেখি শুধু এই দেহ।
দিনশেষে চেয়ে দেখি এই ভূমি তল,
এ কেবল বাসনার আশ্রয়স্থল।