উপরের নীল আকাশ প্রচন্ড স্বচ্ছ,
সাদা মেঘের পরতও কম পুরু নয়
উত্তরের হাওয়া আর পশ্চিমের সূর্য,
তোমায় তৈরী করার যোগ্য সময়।
তুমি আজ সাজবে নতুন করে,
শুভ্র শাড়িতে নয় ভিন্ন কোন রঙে
ভিন্ন কোন চুলের ফিতায়,চুড়িতে
ঠোটে তোমার কোন আবরণ রেখ না,
কেননা আমার যে তা পছন্দ নয়।
চুলগুলি সেদিনের মত করে রেখ,
যেদিন তুমি প্রথম হাতেহাত রেখেছিলে
আঙুল সুন্দর করে সাজিও তোমার মত,
প্রিয়তমা,তুমি কেন অসম্ভব সুন্দর?
আমি গুচ্ছ কোন ফুল এনে দিবো
তুমি তোমার খোপায় গুজে নিও,
আমি একমুঠো ছায়া এনে দিবো
তুমি সারাক্ষন তার তলে থাকবে।
ও নিদ্রাহরণী, তোমার প্রতি অঙ্গপূর্ন।
তোমার চোখের চশমার ফ্রেমদুটিতে
আমার প্রতিচ্ছবি দেখি আমি
তোমার ঐ মায়াময় চোখের চাহনিতে
আমার হৃদয় উত্তাল করে সুখের ঝড় উঠে।
তোমায় যখন স্পর্শ করি আমার হাতে,
তোমায় যখন অনুভব করি হৃদয় দিয়ে
তোমার বুকে মাথা রেখে যখন প্রশান্তি পাই,
তখন স্পর্শসুখে মত্ত হয়ে মাতাল হই আমি।
শত সত্য শক্তি আর অক্লান্ত আহবান,
তোমার হৃদয় মন্দিরের সকল আরাধনা
শুধু হোক আমার,
শুধু হোক আমার।