নিঃশ্বাস এখন বিষাক্ত ভালেবাসা
অর্জন শুণ্য হলে হারায় মুহুর্তে, বিবেক বিসর্জন স্বাভাবিক।
মুষ্টি যেন হালকা ঝটকায় ছিঁড়ে যায়,
তাই আজ নেই আবেগ, নেই প্রত্যাশা অথবা আকাঙ্খা।
স্নিগ্ধ নীল আকাশে বজ্রপাত হচ্ছে,
হোক
যে হৃদয় কেপে উঠেছিল এক সময়, আজ সেটা শান্ত
শান্ত হয়ে শান্তি পাওয়াই লক্ষ্য, গোল অফ লাইফ।
ব্যাস্ত শহরে নিয়ন আলোয় যে জীবন কাটবে
সে জীবন যেন পিচঢালা পথে রক্ত চক্ষু না হয়
কাল মেঘে ঢাকা আকাশে ভোরের পাখি না ডাকুক।
আমি আামাকে চাই রক্তাক্ত প্রভাতে।
ছোট্ট স্নেহ সুখে, সুষম বিবেক ব্যাস্ততায় আমাকে চাই।
দৃঢ় দ্বিপ্ত অবিশ্বাস আজ সত্যের নিষ্ঠুর সমাপ্তিতে।
মেঘের বজ্রতা থেকে পাতালের ভয়ংকর নিস্তব্ধতা
জীবনের শত সহস্র আবদার আজ
নিরব রয়ে যায়
চুপ করে থাকে হৃদকম্পন
চুপ থেকে যায় বিশস্ত নিঃশ্বাসটাও
মর্তের শ্রেয়তম সুখ আজ আমার বিপরীত
আগুনের কণা ছড়িয়েছে বোবা কান্না
সময় বয়ে যায় মাঝ রাতের দুঃস্বপনের মত
তবুও হাসি মুখে দাড়িয়ে, আধারের নিশ্চল নিস্তব্ধ পথে।